STORYMIRROR

শুধুই প্রাক্তন

শুধুই প্রাক্তন

1 min
195

আমি শুধু স্মৃতি হয়ে থাকতে

চাইনি তোমার মনে,

আমার উন্মুক্ত মনকে ঢাকতে

চেয়েছিলাম তোমার ভালোবাসার

আবরনে।

হতে চেয়েছিলাম তোমার

চলার পথের সঙ্গী,

তোমার প্রেমের জালে মনকে

করতে চেয়েছিলাম বন্দী।

হতে চেয়েছিলাম তোমার সুখে সুখি,

তোমার দুঃখে দুখি,

তোমার হাসিতে হাসি,

তোমার খুশিতে খুশি,

তোমার ভালোতে ভালো,

তোমার মন্দে মন্দ,

তোমার দোষে দোষী,

তোমার রাগে অনুরাগি,

তোমার বিরহে বিরহী,

তোমার কলঙ্কে কলঙ্কভাগী।

চেয়ে ছিলাম তোমার সঙ্গে

পথে চলতে,

তোমার কথায় কথা বলতে,

তোমার সুরে সুর মিলিয়ে

গানের কলি গাইতে।

তোমার হৃদয় সমুদ্রের ঢেউ হয়ে

আছড়ে পড়তে চেয়েছিলাম তীরে,

স্বপ্নের রঙ লাগাতে চেয়েছিলাম

আমাদের সুখের খেলাঘরে।

কিন্তু সময় স্রোতের ভাটার টানে

আলগা হলো ভালোবাসার দৃঢ় বন্ধন,

আমার পরিচয় হলো

শুধুই তোমার প্রাক্তন।


Rate this content
Log in

Similar bengali poem from Romance