শুভ পরিণয়
শুভ পরিণয়
শুভ পরিণয়
ফাগুন মাসের আগুন দিনে,
হৃদয় যখন বিবেক কিনে,
প্রজাপতি পুষ্পকোমল ভেবে,
মধুর মধুর গন্ধ পেয়ে ,
দলে দলে আসবে ধেয়ে,
বসবে গায়ে দেহ-পরিমল ভেবে ।
গ্রীষ্মকালীন দহন বেলায়,
মন চায় যে চাপতে ভেলায়,
পাল্কিগানের কল্কি অবতারে,
আষাঢ় শ্রাবণ বাদল মেঘে,
ছাইলে আকাশ দামাল বেগে,
রুক্ষ্ম দহন বাড়ায় ভাবনারে ।
শরৎ শেষে পূজোর পরে,
নতুন ধানে মাঠটি ভরে,
আকাশ যখন তাকায় ধরাপানে,
হেমন্ত ছেড়ে শীতের রাতে,
বাঁধে গাঁটছড়া যাহার সাথে,
শুভ পরিণয় বাসরঘরের গানে ।
বিয়ের কথা দেখেশুনে,
গাঁটের কড়ি গুনে গুনে,
বিয়ে দেওয়ার চেয়ে,
ভালো নয় কি ভালোবেসে,
প্রেমের কদম ফুটলে হেসে,
কল্কে পাওয়া তেমন কোন মেয়ে !
ওঠ ছুঁড়ি তোর এখন বিয়ে,
বরের টোপর মাথায় দিয়ে,
তেমন করে কে গো তুমি কও ?
প্রজাপতি বসলে গায়ে
বিয়ের ফুল ফুটবে ছায়ে,
এখন সোনা চুপটি করে রও।