শুভ জন্মদিন
শুভ জন্মদিন
আজ শুভ ক্ষণে শুভ জন্মদিনে
প্রাণঢালা শুভেচ্ছা আর হার্দিক অভিনন্দন জানাই
তুমি সুস্বাস্থ্যের অধিকারী হও দীর্ঘায়ু লাভ করো
পরম পিতার কাছে এই মিনতি জানাই।
তুমি জ্ঞানে মানে বড়ো
আর আর বয়োজ্যেষ্ঠ ভাই
তাই আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা আর প্রণাম জানাই।
তুমি অভিভাবক কবিস্মরণের
তোমার ব্যক্তিত্ব তোমার চলন-বলন
সবটাই মুগ্ধ করে সব সব কবিবরে
আমাদের সকলের প্রিয় পরিবারে।
শুনেছি তোমার গান যা ছুঁয়ে যায় সকলের প্রাণ
মিতভাষী তুমি বিবেচ্য ব্যক্তি
স্মিত হাসি সদা মুখে
অন্যায়ে প্রশ্রয় দিতে দেখিনি কখনো
সোজা কথা সোজা ভাবে বলা
না যেন লাগে কারো প্রাণে ব্যথা
এভাবেই বাক্যব্যয় করে থাকো তুমি।
পরিপাটি চালচলন
স্নেহ মায়া-মমতা প্রীতি জড়ানো তোমার বলন
মন কাড়ে শ্রদ্ধা জাগে অনবরত তোমার প্রতি
তুমি ভালো থেকো শেষে এই বলি
আশিষের হাত খানি রেখ সবকালে আমার প্রতি।।

