STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

2  

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

শরনং গচ্ছামি..

শরনং গচ্ছামি..

1 min
118


অপূর্নতা আজ আমার মনের

কোনে বেঁধেছে কঠিন বাসা,

মনের মাঝে জমেছে ধূলো

একরাশ নিরাশা।

পূর্ণতা আজ হারিয়ে গেছে

শত সহস্র যোজন দূরে,

মন পড়েছে ঢাকা হতাশা ঘেরা

মোটা চাদরের গভীরে ।

মন আজ আমার উদভ্রান্ত

ঠিকানা বিহীন,

হচ্ছে ধীরে ধীরে লোভ লালসা

ঘেরা সমুদ্রে লীন।

ভ্রান্ত পথিক হয়ে চলেছি ছুটে

এদিক থেকে ওদিক,

অন্ধের মত হাতড়ে বেড়াচ্ছি

পাচ্ছিনা পথ সঠিক।

আমি যেন তলিয়ে যাচ্ছি

সময়ের সাথে অন্ধকারাচ্ছন্ন মরন

খাদের গহ্বরে,

হঠাৎ পেলাম বাঁচার আলোর দেখা

শান্ত মনাস্ট্রির প্রান্তরে।

উজ্জল দিব‍্যজ‍্যোতির আলোয়

মন হলো আলোকিত,

বন্ধ মনের দুয়ার হল

চিরদিনের মত উন্মুক্ত।

নতুন করে পেলাম সঠিক পথের

সন্ধান, শুরু হল এক অন‍্য

জীবন কাহিনি,

মন উঠল বলে বুদ্ধং শরণং গচ্ছামি,

বুদ্ধং শরণং গচ্ছামি।




Rate this content
Log in

Similar bengali poem from Abstract