শিষ্য নজরুল
শিষ্য নজরুল


বীর বারীন্দ্রকুমারের মহিমান্বিত শিষ্য নজরুল
ঝঙ্কৃত তাঁর প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণার সুর।
চিরসুন্দর মধুর হাসিতে বিস্ময় প্রতিভা তিনি
কবিতার ছন্দে দোদুল্যমান তাঁর মুক্তির বাণী।
বিষের বাঁশির সঞ্জীবনী সুধায় কণ্ঠ তাঁর মৃত্যুঞ্জয়
দারিদ্রের প্রমত্ত ঝড়ে তাঁর বেসামাল আলোড়ন।
জড় সমাজে সঞ্চারিত তাঁর তপ্ত রুধির ধারা
শিখররাজে তাঁরই বিদ্রোহের সুর অগ্নিক্ষরা।
সম্প্রীতির মিলনশক্তি মিলে লেখনী তাঁর বলিষ্ঠ
মানব মুক্তি সাম্যে তরুণ কণ্ঠ আজ উজ্জীবিত।
শত্রু মিত্র নির্ভয়ে সত্য পথিক তিনি ধুমকেতু
ডুবন্ত বাঁশির সঙ্গীত সুরে সাধিত প্রেমের সেতু।
জৈষ্ঠ্য হাসিমাখা নয়নে তাঁকে জানাই প্রণাম
বাঙালি হৃদয়ে তিনি অমোঘ শব্দ সত্যের নাম।