শিরোনাম- চলো যাই
শিরোনাম- চলো যাই
চলো যাই, রিমঝিম বৃষ্টিতে ভিজি দুজনে
চলো, এক পশলা ভিজি তোমাতে আমাতে,
শ্রাবণের মুষলধারায় ফুলেরা সব ঝিমিয়ে
পড়ে
নয়নতারা আকাশ পানে তাকিয়ে দ্যাখে...
মেঘলা দুপুর রোদ চলে যায় আকাশ থেকে
এমন কেন শাওন দুপুর মেঘ ডাকে আজ ভীষণ জোরে।
চলো যাই, ঐ দূরে ঐ মেঘের নীচে যেখানে জল
থৈ থৈ, ভিজব মোরা বারিষ্ জলে.....।
চলো যাই, বৃষ্টি মাখি চোখে মুখে দেহে মনে..
নাচবে সেই ফুল গাছেরা জলের কাছে উঠানে।।
