শীতকাল
শীতকাল
1 min
199
শীতকাল আমার বরাবরের প্রিয়।
শীতের কুঁচকে থাকা শৈত্যে কাঠের জালে সেঁকে নিই জমাট বাঁধা বিষণ্নতা।
বিষণ্নতা গুলো ভেঙে ভেঙে তার মধ্যে থেকে গলগল করে কষ্টেরা কুণ্ডলী পাকিয়ে মনের সদর দরজা টপকে আকাশে মিলিয়ে যায়।
বেশ হালকা লাগে তখন।
কুয়াশা জড়ানো সকালে আবেগগুলো যখন জাবর কাটতে কাটতে সবুজ নালিঘাসের গন্ধে হারিয়ে যেতে চায়,
মন তখন ফেলেআসা সুখস্মৃতি খুঁজে বেড়ায়।
জুবুথুবু শীতের কার্নিশে রোদ পোহাতে চায়, দূরগামী ব্যথার স্টেশন পেরিয়ে আসা 'সময়'।
মনের অজান্তেই, দু'চোখে তখন নদী নেমে আসে...
শীতকাল আমার বরাবরের প্রিয়।