ইচ্ছে করে
ইচ্ছে করে
1 min
266
অপরিচ্ছন্ন যাপনের দিকে চেয়ে থাকলে শুধু বিশৃঙ্খলা চোখে পড়ে। চারপাশে আকাশ আছে, ফুল আছে, পাখি আছে আর আছে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভালোবাসা। তবুও মানুষ ভেঙে পড়া জীবনবোধের কথা বলে, হেরে বসে থাকার কথা বলে, দল বেঁধে হিংস্রতার আল্পনা আঁকে।
আশার কথা, কিছু মানুষ এখনো স্তবকে স্তবকে হাঁটেন, ভালো থাকার চেষ্টা করেন, মাটির বুকে কান পেতে নিজেকে শীতল করে রাখেন।
আর তাই আজও শীতের বিকেলে ঘরে ফিরতে ইচ্ছে করে।