মানুষ
মানুষ
জীবন থেকে একটা একটা করে
পাতা খসে পড়ছে
ঠিক যেভাবে ভেজা দেওয়ালে বুক থেকে ঝরে পড়ে পলস্তেরা।
ভালোবাসা থেকে একটা একটা করে
অনুভূতি হারিয়ে যাচ্ছে
ঠিক যেভাবে ফিকে হয়ে যাওয়া সম্পর্কের গর্ভগৃহ থেকে নিরুদ্দেশ হয় আবেগ
ঘর থেকে একটা একটা করে আদর খসে পড়ছে
ঠিক যেভাবে ফটোফ্রেম থেকে গড়িয়ে পড়ে শুকিয়ে যাওয়া ফুল মালা
কবিতার শরীর থেকে একটা একটা করে
ভাষা খসে পড়ছে
ঠিক যেভাবে মৃতপ্রায় জীবন থেকে হারিয়ে যায় সবুজ স্পন্দন
ভালোবাসা, ঘর, কবিতা আর জীবন হারিয়ে আমিও ধীরে ধীরে তথাকথিত 'মানুষ' হয়ে উঠছি।