পরিবার
পরিবার
যার যাওয়ার, সে তো যাবেই।
চলে যাওয়া 'স্মৃতিরা' অপেক্ষা রেখে যায়।
চলে যাওয়া 'সময়' রেখে যায়, না ফেরার অঙ্গীকার।
চলে যাওয়া 'ভালোবাসা', কিছু চিহ্ন ছেড়ে যায়।
চলে যাওয়া 'জীবন' অনেককিছু রেখে যায়।
যার যাওয়ার, সে তো যাবেই।
মানুষ, মৃতদেহ হয়ে গেলে
পড়ে থাকে -
স্মৃতি, ছেড়ে যাওয়া সময়, ভালোবাসা
আর, হাজার খানেক প্রশ্নের নিচে বেঁচে থাকে
ডুবে যাওয়া গোটা একটা 'পরিবার'।