মুখোশ
মুখোশ
সবাইকে ঢাকতে হবে
বাঁচতে হলে, ঢাকতে হবে
সবাইকে মুখোশ পরতে হবে
কলকাতা, হাওড়া, হুগলি
মেদিনীপুর বা চব্বিশ পরগনা
ঢাকতে হবে, ঢাকতে হবে
নাক, মুখ আড়ালে রাখতে হবে
বাঁচতে হলে, ঢাকতে হবে
সবাইকে মুখোশ পরতে হবে
যাদের মুখ মুখোশে ছিল?
মিথ্যে দিয়ে ঢাকা ছিল?
অহংকারে রাখা ছিল?
জেগেও দু'চোখ বোজা ছিল?
পশুর চেয়েও অধম ছিল?
ভালোবাসার পরেও ছিল?
কোভিড আসার আগেও ছিল?
যাদের মুখ মুখোশে ছিল?
তাদের কেও ঢাকতে হবে
বাঁচতে হলে খুলতে হবে
মিথ্যে মুখোশ ছিঁড়তে হবে
মানুষ হয়ে ফিরতে হবে
মাটির কাছে আসতে হবে
বাঁচার মুখোশ পরতে হবে
বাঁচতে হলে, ঢাকতে হবে
হাতে হাত রাখতে হবে
বেঁধে বেঁধে থাকতে হবে
সবাইকে মুখোশ পরতে হবে
বাঁচার মুখোশ পরতে হবে।