শীতকাল-২
শীতকাল-২

1 min

512
ধোঁয়া ওঠা এক শীতের সকাল,
ভোরের কুয়াশায় আড়মোড়া ভেঙে ওঠা,
লেপের উষ্ণতার রেশটুকু ছাড়তে অনিচ্ছা।
বেশ তো ছিলাম শীতের আমেজে,
দৈনন্দিন জীবনে আপেক্ষিক উষ্ণতায়!
কম্পিত মন অজান্তেই খোঁজে জীবনের উত্তাপ।
শীতের আমেজে হারিয়ে যেতে চায় আনমনে,
আবর্তিত ঋতুতে তুমি শুধু স্থবির হ'য়ে থাকো।