শীতের গল্প
শীতের গল্প


কনকনে ঠান্ডায় বিগত যৌবনভারে নুয়ে গেছে ভিজে ধান
মিঠে খেজুর রসে চুমুক, ময়না ফিঙে দোয়েলের প্রভাতী গান।
মাটির উঠোন, ফাঁকফোঁকরে খড়ের আটি, একপাশে তালপাতা
চাবুকের মতো হাওয়া, শুয়ে থাকা লেপ্টে পুরোনো চাদর কাথা।
পোহাল গাদায় আগুন ধরিয়ে বৃদ্ধ কৃষক আগুন পোহায়
শহরের জঞ্জাল জড়ো করে আগুনে হাত সেকে নেয় চৌকিদার
ঘুটেতে আগুন ধরিয়ে মা ছেলে গল্প করে রূপকথায়
ভালোবাসা স্নেহভরে নামতা শেখায় শুনে ছেলের আবদার।