STORYMIRROR

Anindya Biswas

Abstract

4  

Anindya Biswas

Abstract

শেষ সময়

শেষ সময়

1 min
328

একটা সময়ের পর ; থেকো শুধু অভ্যাস হয়ে ;

প্রেম নাই বা থাকলো,

থেকো একটা পরম নিশ্চিন্ত আশ্রয় হয়ে ;

সে আশ্রয়ে দুবেলা চুলো নাই বা জ্বললো,

একটা সময়ের পর খালি নীরবতা হয়েই থেকো ;

কথা? সে নাই বা বললে,

পা দুলিয়ে; ব্যালকনিতে; বিকেলের চা টাই হয়ও নাহয় ;

সকালের খবরের কাগজ টা নাই বা পড়লে,

দূরে তো চলেই যাবো ; কেউ না কেউ একদিন ;

জীবদ্দশায় পাশে বসার ; কথা বলার অভ্যাসটা নাই বা ছাড়লে,

সুতো তো হচ্ছেই আলগা ; দূরত্ব বাড়ছে :-প্রতিক্ষন ; প্রতিদিন ;

তাই যতদিন আছি ; ততদিন নাহয় একটু আপন করে নিলে;

একটা সময়ের পর ; তো বদলে যাবে সবই অভ্যাস;

সেই বদলে যাওয়া আমাদের আসার আগে; নাহয় পাশে থাকার অজুহাত দিলে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract