STORYMIRROR

Anindya Biswas

Romance

3  

Anindya Biswas

Romance

শারদ প্রেম

শারদ প্রেম

1 min
133

শারদ - প্রাতে ; আচম্বিতে দেখলেম ; 

এক মোহময়ী দেবীর রূপ,

নীল শাড়ি - আহা ; কি বাহারি ;

যেন উদ্দাম ; অস্থির প্রকৃতি কে ; এক লহমায় করেছে চুপ,

স্মিত হাসিতে ; পবিত্র যোগমায়া কাননে;

যেন করছে উদাত্ত আহ্বান ; দিতে সেই নীল সমুদ্রে ডুব,

এক হাসিতে ; এক চাউনিতে ;

হৃদয় কারার ক্ষমতা তার খুব,

শারদ - প্রাতে ; আচম্বিতে দেখলেম ; 

এক মোহময়ী দেবীর রূপ, আহা কি রূপ।


Rate this content
Log in

Similar bengali poem from Romance