সেনার জীবন যুদ্ধ
সেনার জীবন যুদ্ধ
বরফের দেশে কাটছে জীবন অকুতোভয় সেনার,
কার্গিল, লাদাক, সিয়াচেনে কাটে জীবন যন্ত্রণার।
তাপমাত্রা নেমে যায় কভু শূন্যের নিচে কত,
বরফ চাদরে উষ্ণতা দেয় মাতৃভূমির ব্রত।
তুষার ক্ষতে অঙ্গহানির ঝুঁকি রয়ে যায় প্রবল,
মানব জীবন প্রকৃতির রোষে মূল্য হারায়ে অচল।
পাহাড়ি পথে তুষার ধ্বসে হতে পারে প্রাণহানি,
যাতায়াতের সড়ক ভেঙেও ঘটছে জীবনহানি।
জঙ্গি মেরে, শত্রু নিধনে, লক্ষ্য জয়ের তরে,
তবু, সহযোদ্ধার অকাল মৃত্যু ব্যথা আনে বুক ভরে।
সেনা জীবনে বিরোধ শুধু শত্রু সাথে নয়,
প্রকৃতির রাঙা চোখের ভাষা, প্রাণেতে জাগায় ভয়।
আত্মীয় স্বজন, পরিবার ছেড়ে দেশের জন্য জীবন,
মনের কষ্ট সরিয়ে রেখে দেশ রক্ষায় মগন।
জনগণের সুরক্ষা দেবার দায়িত্ব কাঁধে নিয়ে,
সজাগ রয়েছে অষ্ট প্রহর প্রাণের ঝুঁকি নিয়ে।
দেশের স্বার্থ রক্ষার তরে আপন স্বার্থ দান,
তোমাদের মোরা কুর্নিশ করি, জানাই সম্মান।
