সেই কাকটি
সেই কাকটি


সেই কাকটি কে খুঁজি, কেবল খুঁজে বেড়াই,
যে আমার সকালগুলি কে চিহ্নিত করতো!
আকাশের গায়ে খুলে দিত এক গোপন দেরাজ ---
আর অভিজ্ঞান থেকে জালনা দরজা গুলো
চোখ মেলে তাকাতো তখন,
তখন স্বপ্নের করিডোর ধরে শুধু হ্রেষাধ্বনি ;
দীর্ঘক্ষন শুধু ভেসে যাওয়া--- ভেসে যাওয়া---
আর এখন আমার স্ববিরোধ একাকিত্বে,
তার ডানার অন্ধকার ঘীরে যে বসতি,
তারা সব জবরদখলকারী!
প্রতিদিন তাদের আপ্যায়ন পর্বে
যে তেষ্টাটা ঘুরঘুর করে, তার জন্য এক জলসত্র,
কোন এক নাম না-জানা প্লাটফর্মে
একাকী দাঁড়িয়ে থাকে আজও।