আমিতো পারিনা
আমিতো পারিনা


আমিতো পারিনা চাবুক বসাতে ফুলে
আমিতো জানিনা করুন দু'গালে হাত
স্রোতের উপর নুয়েপড়া মাথা তুলে
নির্ভয়ে দুটো কুড়াতে চেয়েছি ভাত।
টিনের থালারা বেজেছে যখন ক্রোধে;
গ্লাসেও জমেছে করুণা চোয়ানো জল।
ঢেলে দিয়ে তাকে গোলাপ চারার বোধে;
বলেছে ---'এবার, মুছে যাক রসাতল ! '