রঙিন নৌকো পড়ে
রঙিন নৌকো পড়ে

1 min

57
কুড়াতে এসেছি নুড়ি, কাটা ঘুড়ি পড়ে দেখি
সমুদ্রের তীরে , জল ছুঁয়ে, ঢেউ তাকে ছুঁয়ে যায়,
বলি মাখে---রঙিন ঝিনুক এসে জড়ো হয়ে পাশে ;
একি দৃশ্য বলো? তবু সূর্যোদয় হয় দূরে---
জলের থেকে তো রোজ, আবীর ছড়ায় নীল জলে।
জেলের কিশোরীর মেয়ে, কেন যে এখানে আসে!
কথা বলে সমুদ্রের সাথ... তীরের বালির ওপর
রঙিন নৌকো পড়ে ; তার ছায়া সমুদ্রের তীরে ;
কচ্ছপ শিশুরা হেঁটে, ঘুড়িটিকে রেখে,নামে জলে---
এ-ও কি যুদ্ধ তবে এক? কাটা ঘুড়ি জলে ভেজে...
জেলের কিশোরীর মেয়ে কেন যে এখানে আসে !