সেই হাতটা
সেই হাতটা


এ দুর্যোগ যাবে কেটে,
কালবোশেখীর সন্ধ্যা ঘুচে,
নামবে মায়াবী রাত।
অসংখ্য তারা জ্বালবে তাতে,
রূপকথার আলো।
জন্ম নেবে নতুন চুপকথা...
রয়ে যাবে শুধু,সেই দুর্যোগের
সন্ধ্যায় বাড়িয়ে দেওয়া একটা হাত,
স্মৃতি হয়ে...
যে হাত চিরকাল দিয়ে চলে,
সুরক্ষার ছোঁয়া,নিশ্চিন্তির হাওয়া,
স্বস্তির জড়ানো নিঃশ্বাস...
আর তারপর?..
থেকে যায় উপেক্ষার অন্তরালে।
যবনিকা টেনে তাতে,লেখা হয়
নতুন সৃষ্টির উপাখ্যান...