STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Fantasy Others

3  

শিপ্রা চক্রবর্তী

Abstract Fantasy Others

সেই দিনের অপেক্ষায়

সেই দিনের অপেক্ষায়

1 min
232

আজ প্রভাতে সূর্যের আলো প্রখর,

নেই আর আকাশের গায়ে কালো

মেঘের ঘনঘটা,

বাতাস চারিদিকে ছড়িয়ে দিচ্ছে

খুশির হিমেল হাওয়া,

পাখিরা আনন্দের সাথে শুরু করেছে

গান গাওয়া,

দিকে দিকে ছড়িয়েছে ফুলের সমারোহ,

ফুলের সুন্দর গন্ধে ভ্রমর হয়েছে

মাতোয়ারা,

প্রজাপতী রঙিন ডানা ধরেছে মেলে,

আকাশ বাতাস আজ মুখরিত

পাখিদের কোলাহলে,

প্রকৃতির পরিবেশ জুড়ে আজ খুশির

আমেজ ছড়িয়েছে,

আজ যে অতিমারীর শেষ দিন!

সবাই আনন্দের জোয়ারে

গা ভাসিয়েছে,

প্রকৃতির বুক থেকে দূর হবে

বিষাক্ত কীট,

গুনতে হবেনা আর মৃত‍‍্যুর প্রহর,

আবার আগের মত প্রকৃতির তালে

তাল মিলিয়ে সেজে উঠবে

গ্রাম থেকে শহর,

রাতের শেষে যেমন আসে সুন্দর

একটা দিন,

তেমন অন্ধকারের শেষে পাওয়া যায়

উজ্জ্বল আলো, যা রামধনুর সাত

রঙের মত রঙিন।





Rate this content
Log in

Similar bengali poem from Abstract