সে
সে
সে নরম যেন কোনো সূর্যমুখী চারা,
রোমে রোমে জাগিয়েছে অদ্ভুত সাড়া।
মুখে মুখ লেগে যায় আগুনের মতো,
বুকের কাছাকাছি সে সারিয়েছে ক্ষত।
মিশে যায় রক্তে, বিষও যেন মধু,
ঢিমে আঁচে সেঁকে যায় দেহটুকু শুধু।
পাহাড়েতে চলে যেন সাপ এঁকেবেঁকে,
শরীর জুড়ে কেউ লেগে যেন থাকে।
ঠোঁটটুকু ছুঁয়ে দিলে জ্বালা ওঠে লালে,
ক্রমে প্রেম জমা হয় আদরের জালে।
চুঁয়ে চুঁয়ে নামে রোগ পাঁজরের খাঁজে ,
কে সে আলেয়া না আলোকরা সাঁঝে?