স্বপ্নগুলো
স্বপ্নগুলো
ভালোবাসা যেন ঝুপ করে পেয়েছে আমায় খুব করে,
তাই এই শীতের সকালে ভিজেছি শিশির মাখা রোদ্দুরে।
আজ আমার আকাশ জুড়ে শুধু তোমারই নাম,
ভাবনাগুলোকে পাখনা মেলে ওড়াতে গিয়ে তোমায় পেলাম।
তোমারই ছবি এঁকেছি মনের সাদা ক্যানভাসে,
হৃদয়ের জানালায় শুধু তোমারই চিঠি আসে।
কিন্তু, এই দিনবদলের দিনগুলি যে হয়েছে বড় বেরঙিন,
ক্যালেন্ডারের পাতায় দেখি আজ হারানো স্বপ্নগুলোর জন্মদিন।
স্বপ্নগুলো হারিয়ে গেছে হাওয়ায় ভেসে ভেসে,
সেগুলো ভাসিয়েছি আমি তোমায় ভালোবেসে।
তাই, তুমি আমি দুজন মিলে ছোট্ট করে হেসে,
খুঁজতে যাবো স্বপ্নগুলো স্বপ্নগুলোর দেশে।

