STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

4  

Piyali Mukherjee

Abstract Inspirational

স্বপ্নের  রামধনু 🌈

স্বপ্নের  রামধনু 🌈

1 min
355


আমি একা, শুধু একা 

ভালোবাসার অযোগ্য

নিজেকে আতস কাঁচে পর্যবেক্ষণ করি

দেখি সেখানে নিকষ কালো, 

অতল অন্ধকার।

জানিনা কি করবো এখন

যদি আগামীকাল 

আমাকে রামধনু দেখায়

তাহলে আমি অস্তিত্বহীন হবো না,

থাকবো তোমাদের মাঝে অনাদরে...


অদ্ভুত ভাবে কখনো 

আমি রামধনু দেখিনি !

সর্বদা ভাবি আমার অতীত,

লড়াই করি আমার মধ্যে থাকা

এক শয়তানের বিরুদ্ধে।

ভালোবাসা, আলো আর ভাগ্য

যেখানে মিলেমিশে একাকার হয়ে যায়।

নতুনের স্বপ্ন দেখি, আর ভাবি,

কেন আমার এরকম মনে হয় !


কিন্তু এই ভাবনা তো কখনোই 

ভালো অনুভূতির নয় ,

জমে থাকা বেদনার যেন

কখনো প্রকাশ না হয়।

যত আমি তোমার কাছে যাই

তত দূরেই তুমি চলে চলে যাও,

ভালো কিছু পাওয়ার আশায়

ভাগ্যের খেলার পরিবর্তনে, যেন

মেতে উঠি এক অন্য নেশায় ।

 রামধনু নীল আকাশে খুঁজি

আর খুঁজে বেড়াই স্বপ্নদের,

যারা ভিড় করে চোখের পাতায়

আর আগের মতন আগামীকাল

যেন শুধু পিছলে চলে যায়।।


(কলমে -পিয়ালী মুখোপাধ্যায়)



Rate this content
Log in

Similar bengali poem from Abstract