স্বপ্নের ভেলায়
স্বপ্নের ভেলায়


মন, ছুটে যায় আলেয়ার দিকে -
ঋণের মাঝে ঋণী হতে চায় অক্লেশে,
মনখারাপী শূন্যতা বিরাজ করে চতুর্দিকে -
স্মৃতি বিজড়িত ভূমিতে অচেনা জগতের ফাঁদে জীবনকে খুঁজে ফিরি;
ধর্মীয় ধর্ষণের প্রকোপে ঈশ্বরের আশীর্বাদ যাচ্ছে দূরে।
ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করি কী ক'রে?
তাই তো বারংবার ফিরি অপার করুণাময়ের পাদদেশে,
বাস্তবে না হোক, স্বপ্নের ভেলায় তোমার সান্নিধ্য পেতে চাই।
এই ধ্বংসাত্মক পৃথিবীতে আজ তোমার বড্ড প্রয়োজন,
মোমবাতির আরেকটি ক্ষয়িষ্ণু মিছিলে হাঁটার আগে ঐশ্বরিক আবেশ দরকার,
আজ না হয় স্বপ্নেই দেখা দাও,
প্রগাঢ় ভালোবাসায় তোমাকে আপন করি মাতৃবন্দনায়।