স্বপ্ন ভঙ্গ
স্বপ্ন ভঙ্গ


অধীর প্রতিক্ষায় কাটে প্রতিটি ক্ষণ,
অধিকার বোধ জাগে নীরবে মননে,
শুধু একটি ওপারের সুমিষ্ট আওয়াজ,
বাস্তবের সংসারে বেজে ওঠার অপেক্ষা!
অনেক রঙিন স্বপন জালবোনে আনমনে,
হৃদয়ের অতলান্ত সাদা ক্যানভাসের চিত্রে,
পাহাড় প্রমান লিপ্সা লিপিবদ্ধ কল্পনায়,
হঠাৎ স্বপ্নভঙ্গ নিমেষে প্রতীক্ষা অসার।