স্বীকারোক্তি
স্বীকারোক্তি
আমার শেষ নিদ্রায়, আমি
শুয়ে থাকব খোলা আকাশের নিচে।
নীল নেমে আসবে আমার 'পরে।
শিশির বিন্দু ঝরে পড়বে চোখের দুটি পাতা জুড়ে,
হিমেল হাওয়ার ছোঁয়ায়, জমে থাকবে তাতে স্বপ্ন আমার।
কচি ঘাসের গন্ধ কিছু গুঁড়ো হয়ে,
লেগে থাকবে আমার শেষ ঘ্রানে।
দুটি শিউলি ফুল কুড়িয়ে এনে এক শিশু,
রেখে দেবে আমার শিয়রে।
কত অভিনেতা সেদিন অপ্রত্যাশিত,
সংলাপে ও অশ্রু-জলে ভাসাবে আমারে।
এক বাউল এসে দুটি গান রেখে যাবে
আমারই জন্য বিনা আবদারে।
কোকিল চোখ বুঝে থাকবে
আমার নিস্পন্দ হৃদয়ের পাশে।
আমি শুধু অন্ধকার বুকে করে শুয়ে থাকব, আলোয় ভেসে যাবে চারিপাশ।