সবাই এক নয় একা
সবাই এক নয় একা


সবাই এক, নয় একা,
রাম, রহিম বা জন
সবাই আমরা ভারতবাসী,
সবাই সবার আপনজন।
সবাই এক, নয় একা,
ভাগটা শুধু মানুষ করে
রক্তের নেই ভাগ,
কজন দেখে রক্ত নেয়
রক্তদাতার জাত?
সবাই এক, নয় একা
জাতের চেয়ে মানুষ বড়ো
আর জাতের দোহাই নয়,
একই সাথে এক হয়ে গাও
ভারত মাতার জয়।