STORYMIRROR

Saibal Ray

Tragedy Classics Inspirational

5.0  

Saibal Ray

Tragedy Classics Inspirational

স্বাদ

স্বাদ

1 min
195

বদ্ধ প্রাকার ভাঙতে হবে

আয়রে ছুটে আয়। 

জীবনের গান গাইতে হবে

আয়রে ছুটে আয়। 

দাবি আদায় করতে হবে

আয়রে ছুটে আয়। 

প্রতিবাদের ভয়ে ওরা

গর্তে লুকায়। 

অধিকার কেউ দেয় না

কেড়ে নিতে হয়। 

এসব কথা বল্লেই 

ওরা দেখায় ভয়। 

লাঠির ঘায়ে শহীদ হয়

আমাদেরই ভাই। 

সে শুধু বলেছিল

'আমি বাঁচতে চাই!'

বাঁচতে চাই বাঁচতে চাই

আমরা বাঁচতে চাই। 

দাবি নিয়ে অধিকারে

আমরা বাঁচতে চাই। 

দিনবদলের গান গাই

করি প্রতিবাদ। 

আমার দেশে আমার মত

আমার বাঁচার স্বাদ। 


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy