STORYMIRROR

Chandrane Das

Abstract Inspirational Others

3  

Chandrane Das

Abstract Inspirational Others

স্ব-অধীন

স্ব-অধীন

1 min
173

কালের নিরিখে, সব ই বদলায়,

রয়ে যায় কিছু ধূসর ছবি,

অথচ ইতিহাস কিন্তু

ফিরে ফিরে আসে

নতুনের ছোঁয়ায়।


রক্ত, ধ্বংস

যুদ্ধ, প্রতারনা, মিছিল চলছে

চলবে ও....


খাদ্যাভাব, মূল্য বৃদ্ধি, রোগ - শোক

লাঞ্ছনা,অবমাননা, অত্যাচারের কাহিনী

আজ ও অব্যাহত .....


এই যেমন ---

কখনো দেশ বাঁচানোর লড়াই

তো কখনো সেই দেশেই

টিকে থাকার লড়াই।

কখনো ডান্ডী মার্চ তো

আবার কখনো ক্যান্ডেল মার্চ।


কখনো ছিয়াত্তরের মন্বন্তরের গ্ৰাস

তো কখনো কোভিডের ত্রাস,

কালের নরমপন্থী আর চরমপন্থীর দল

কিন্ত আজ ও বর্তমান।


কালকের সেই ইংরেজ আর নীলকর 

চাষীদের অত্যাচারের কাহিনী, 

পরিনত হয়েছে আজকের

শাসক ও শোষক শ্রেণীতে।


কখনো কৃষক আন্দোলন

তো কখনো চাকরি প্রার্থীদের আন্দোলন।


আবার কালের সেই সীতা, দ্রৌপদীর দল

একই ভাবে আজ ও  

লাঞ্ছিত আর অপমানিত।


যুগ যুগ ধরে চলে আসা

বধূ নির্যাতন, আজ ও অক্ষত

দিনের স্বচ্ছ আলোর মতই,

বরং আর ও জোরালো হয়েছে

তার আগ্ৰাসন।


দৃশ্যপট, পরিস্থিতি ঠিক

আগের মতই,

শুধু সময়ের স্রোতে,

এক প্রজন্ম থেকে

আর এক প্রজন্মে

পর্যবসিত।


তবে শ্রমিক শ্রেণী কি আদে ও 

শাসক - শোষকের গন্ডী থেকে 

বেরিয়ে স্বাধীন হতে পেরেছে ?


চাকরির প্রার্থীরা কি কখনো 

প্রতারনার ন্যায্য বিচার পাবে , 

পাবে কি স্বাধীন দেশের 

নাগরিক হিসেবে নিজেকে 

প্রতিষ্ঠিত করার সুযোগ?


স্বাধীন দেশে মেয়ের দল কি, 

আদে ও স্বাধীন ভাবে, 

ঘোরাফেরায় নিজেকে

সুরক্ষিত বোধ করবে ?


বধূ নির্যাতনের শেষ ঘটিয়ে 

গৃহ বধূরা কি কোনদিনও 

স্বাধীন ভাবে পথ চলতে পারবে ?


হাঁ, দেশ তো স্বাধীন হয়েছেই

কিন্ত দেশের মানুষ গুলো

তারা কবে স্বাধীন হবে ?


আদেও কি তা সম্ভব ?



Rate this content
Log in

Similar bengali poem from Abstract