সাথী
সাথী
জীবনে মরনে আমরা দুজন সাথী হলাম
সুখে দুঃখে থাকবো আজীবন
আজ কথা দিলাম।
পূর্ণতা পাবে আমাদের ইচ্ছে
মান্যতা দেবো একের কথায় অপরে
ভুল বোঝার ঘটনা ঘটতে দেবনা অতঃপরে।
বিশ্বাস থাকবে ভরসা থাকবে
ভালোবাসায় একটু করে বাড়বে
নিশ্চয়তা নির্ভরতা থাকবে সবেতে।
