STORYMIRROR

শংকর হালদার শৈলবালা

Tragedy Inspirational Others

4  

শংকর হালদার শৈলবালা

Tragedy Inspirational Others

।। সাহিত্যে সম্মান প্রাপ্তি।।

।। সাহিত্যে সম্মান প্রাপ্তি।।

1 min
232

সাহিত্যে সম্মান প্রাপ্তি

লেখক :- শংকর হালদার শৈলবালা।


লেখকের সম্মান প্রাপ্তি কিন্তু টাকা থাকলে

বর্তমানে বাড়িতে থেকেই পাওয়া যায়। 

গল্প কবিতার মানের প্রয়োজন নেই কিন্তু

অনলাইনে টাকা পাঠালেই মনোনীত হয়।


বার হাজার টাকার বিনিময়ে নাকি

সাহিত্যের দালাল চক্রের মাধ্যমে দিল্লি থেকে 

বি আম্বেদকর সম্মান কিনতে পাওয়া যাচ্ছে। 

তবুও দালালদের পকেটে দুই হাজার থাকে।


অধিকাংশ লেখক সম্মান কেনার বাসনা,

বর্তমান সময়ে মানুষের হাতে প্রচুর টাকা।

 লেখকের দুর্বলতার সুযোগ নিয়ে

 সাহিত্য জগতে চলছে রমরমা ব্যবসা।


সব জেনে শুনে বুঝে সম্মান লাভের আশায়

ব্যবসায়ীদের কাছে অনলাইনে টাকা দেয়। 

কবিতা ও ছবি সহ ছাপানো অক্ষরে হবে বই

সাথে সম্মান পত্র মডেল আরো কত কিছু।

 

গুণীজনেরা বলেছেন বর্তমান সময়ে

 কাকের থেকে লেখকের সংখ্যা বেশি।

 দুই কলম লিখে টাকায় হচ্ছে সবাই কবি

কবিদের হাটে কিন্তু পাঠক ও শ্রোতা নেই।

         ------------------

রচনাকাল :- ২৫/০১/ ২০২২ (রানাঘাট টু শিয়ালদা ট্রেনে চলাকালীন)

-----------------------------------------------------



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy