STORYMIRROR

শংকর হালদার শৈলবালা

Children Stories Comedy Romance

3  

শংকর হালদার শৈলবালা

Children Stories Comedy Romance

।। বৃদ্ধাশ্রমে বাবা-মা ।।

।। বৃদ্ধাশ্রমে বাবা-মা ।।

1 min
169


ছেলে তার বাবা-মাকে বলে 

তুমি আকাশ থেকে পড়ে,

 একদিনে বড় হতে পারেনি ।

 কোন এক মায়ের পেটে জন্ম নিতে হয়েছে।


যুবক বয়সের সময়ে মাকে ঘরে নিয়ে এসে।

ক্ষনিকের সুখের জন্য কিন্তু বাবা-মাকে ত্যাগ! 

বাবা-মায়ের ধন-সম্পত্তি করলে আত্মসাৎ।

 বাবা-মা খেতে পায় না কিন্তু এক মুঠো ভাত।


আমাকে নিয়ে কত না আশা ভরসা দিবা স্বপ্ন।

সেরা স্কুলে পড়াশোনা ও আভিজাত্যের ছোঁয়া।

লালন পালন করার মাধ্যমে দিয়ে

ভবিষ্যতের উচ্চ স্বপ্ন দেখে চলেছে, 

কিন্তু একদিন, তোমাদের নিয়ে

তোমার বাবা-মা চিন্তা ভাবনা করতেন।


 সন্তান হয়ে কিন্তু তোমাদের দেব তাড়িয়ে,

পিতা মাতার কি কষ্ট! বুঝতে পারবে তখন।

বাড়ি কে করে বানিয়ে দিলাম বৃদ্ধাশ্রম,

তোমার বাবা-মা থাকবে কিন্তু এই আশ্রমে।

 ছেলে হয়ে কিন্তু তোমাদের করলাম ত্যাগ।





ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍