।। হারানো স্মৃতি ।।
।। হারানো স্মৃতি ।।
1 min
118
মন মাঝিরে তোর ভাঙ্গা নৌকায়
আমার চড়তে দিলে না।
পদ্মা নদীর ভাঙনে গিয়েছে ঘরবাড়ি,
নৌকার মধ্যে করতে হয় বসবাস।
জীবন বাঁচানোর তাগিদে খাদ্যের অভাবে
মাছ পোড়া খেয়ে বাঁচতে হচ্ছে।
আমার হৃদয়ের কথা তুমি কি বুঝনা?
পদ্মা নদীর জলে জলে ঘুরে বেড়ায়।
ছোট বেলায় পুতুল খেলার ছলে
খেলেছি তোমার সাথে না কত খেলা।
তুমি হতে বর আর আমি হতাম বউ,
সেই দিনের স্মৃতি গুলো মনে পড়ে না বন্ধু।
মনের মাঝি তুমি বৈঠা বেয়ে চলে
আমাকে তুমি কেমন করে গেলে ভুলে।
তোমারও লাগিয়া বৈরাগীর বেশ ধরিয়া
পাগলিনী ন্যায় ঘুরে বেড়ায় দেশ-দেশান্তরে।
তবুও তোমার দেখা না পায়।
