STORYMIRROR

শংকর হালদার শৈলবালা

Romance Tragedy

4  

শংকর হালদার শৈলবালা

Romance Tragedy

।। ভব রোগ ।।

।। ভব রোগ ।।

1 min
413

ভব রোগ

লেখক :- শংকর হালদার শৈলবালা।


এসেছি ভবে খালি হাতে নেংটা হয়ে

আবার যেতে হবে সবকিছু ফেলে।

দুদিনের আত্মীয়-স্বজন পিতা-মাতা ও স্ত্রী-পুত্র

ক্ষণিকের সুখের লাগিয়া নারীর মোহে

বেদনার বালুচরে ঘর বাঁধিয়া পুত্র কন্যা।


একদিন ধনসম্পত্তি অট্টালিকা পড়ে রবে মানুষ কিন্তু পৃথিবীর মাঝে থাকবে না।

মানব জনম পেয়ে জ্ঞান-বুদ্ধি হারিয়ে

অর্থের অহংকারে শরীরের রক্তের তেজে মানবের উপর কত না অত্যাচার ও নির্যাতন।


বৃদ্ধ বয়সে পুত্র-কন্যা দূরে দূরে রাখে 

হাজার পরিশ্রমের অট্টালিকায় জায়গা নাই।

ধন-সম্পত্তি কেড়ে নেয়,দেয় না দু'মুঠো খাবার

 কুকুরের মত স্বভাব নিয়ে জড়োসড়ো হয়ে 

আস্তাকুড়ের মাঝে করতে হয় বসবাস।


বৃদ্ধ বয়সে সবকিছু হারিয়ে ঈশ্বরের চিন্তা,

স্বর্গ বাসের বাসনায় হরি হরি আল্লাহ আল্লাহ।

 একবার ভেবে দেখেছো কি মন!

 ঈশ্বর ও আল্লাহর এর কথা শুনেছ কি তুমি?

         ------------------

রচনাকাল :- ২০/০৮/ ২০২১

-----------------------------------------------------



Rate this content
Log in

Similar bengali poem from Romance