সাহেব বিবি গোলাম
সাহেব বিবি গোলাম
রং মিলান্তি একটা তাসের খেলা, জানি তা,
তবে কি করে তা খেলা যায়, সে তো জানি না ।
শীত পেরোনোর পরে দোল পূর্ণিমা আসবে,
পলাশ শিমুল গাছ আবার ফুলে ফুলে লাল হবে।
এখন শীতে নানা রঙের ফুল ফুটছে গাছে গাছে,
ফুলকপি, সীম, বাঁধাকপি, বীট, গাজর, মটরশুঁটি !
লাল-সবুজ-হলুদ-কমলা ক্যাপসিকাম, লাফা-আঁটি,
খুশি মনে বাজারের ব্যাগে চড়ে আসে যে গুটি গুটি।
অশ্বিনী খুড়ো,পাতে রোজ মাছের মুড়ো তো চান নি,
নেই কোনো বায়না, খুশি হন পেলে টমেটোর চাটনি।
একদা খুব ভালবাসতেন উনি যে তাস খেলতে,
রংমিলান্তি,পেসেন্স,ব্রিজ,আরো কি, চাইনি জানতে!
হরতন, রুহিতন, ইস্কাপন আর চিড়িতন জেনেছি,
সাহেব,বিবি,গোলাম কেন বলে,সে কি আর বুঝেছি!
