সাগর তীরে
সাগর তীরে
সাগরের তীরে বসে কল্পনায়
তোমাকে কতবার এনেছি
আমার পাশে,
দুজনের হাতে হাত, গুনেছি
সাগরের আর হৃদয়ের ঢেউ,
কল্পনায় তোমার মনের সব
ইচ্ছা পূরণ করেছি আমি
বাস্তবে আমরা অনেক দূরে
দুজন দুজনের কাছ থেকে
অনুর্বর জীবনের ঘাত প্রতিঘাতে
এক দুর্বিষহ জীবনের মালিক
বাস্তবে নয় তো নয়
কল্পনায় পেয়েছি তোমায়
সেই সুখের রস টুকু নিংড়ে
দিয়েছি আমার বাস্তবতায়।