রূপলাবণ্য
রূপলাবণ্য
কি রূপ তোমার হেরিনু আজিকে
জোৎস্নায় ভরা রাতে,
চিক চিক করে ছলছল চোখ
আলোর শুভ্রতাতে |
একটু আগে অশ্রু তোমার
ঝরেছিল বাদলেতে,
শুখিয়ে এখনো যায় নি সে জল
মিষ্টি আলোর স্রোতে |
বড় মধুময় তোমার মুরতি
হাসি, কান্নার পরে;
জলে ভেজা রূপটি তোমার
দেখছি যে প্রাণ ভরে |
দিয়ে গেছে কে রূপের বাহার
আলোটি চতুর্দিকে,
অন্তর মোর ভরে গেছে আজ
তোমায় চেয়ে দেখে |
শোনা যায় তান মিষ্ট সুরে
স্নিগ্ধ পবন দোলায়,
ঢেউ লাগে তাই তোমার দেহে
দোলা যে শ্যামল শোভায় |
রূপের পসরা সাজিয়ে নিয়ে
এসেছে বাংলা মা যে,
ক্ষুন্ন যেন হয় না এ রূপ
কালিমা লিপ্ত কাজে |
