Madhuri Sahana

Romance

2  

Madhuri Sahana

Romance

রূপান্তর

রূপান্তর

1 min
79



বয়স ক্রমশ বদলায় দিক

পলি জমে স্তরে স্তরে ।

নিয়মমাফিক জোয়ার ভাটা 

কখনো বানভাসি ।

সজীব পেলব কোমলতা অজান্তেই

হয় কঠোর রুক্ষ ।

এই পড়ন্ত বেলায়

পশলা বৃষ্টির বড় অভাব বোধ হয় ।।

ফুরিয়ে যাওয়ার আগে,

হঠাৎ যদি কোনো ঘটে অঘটন

তুমি আমি মুখোমুখি

তপ্ত হই আলো নেভা শীতের বিকেলে

জাহ্নবীর ঠান্ডা বাতাসে 

মিশে যাই দু'জনে শরীরী আশ্লেষে

চোখ সাজাই কামনার কাজলে

ঠোঁট রাঙাই চুম্বনের গাঢ় লালারসে

তীব্র দহন জোয়ারে ভাসি

কেমন হবে ??

তারপর মিশে যেও অসীম অন্ধকারে 

কল্পনার মতো ।


Rate this content
Log in

Similar bengali poem from Romance