রঙমশাল
রঙমশাল
রক্তবীজ ছড়িয়ে আছে আনাচে কানাচে
নিঃস্পৃহ লাল রঙ তাই মুহ্যমান
নীলের দেশের পরি উড়ে গেছে সেই কবেই
চাতক পাখির তকমা নিয়ে।
সদ্য অঙ্কুরিত চারাগাছ সবুজ পেয়েছে
কারো একরত্তি পুন্যে;
নিস্তেজ হতে হতেও বেঁচে আছে
কারন, রক্তকোষ মশাল জ্বালিয়ে রেখেছে
সেই কবে থেকেই...
বাঁচব, কিন্তু কেন? কবে, কোথায়, কিভাবে...
উত্তর জানে সেই রঙমশাল।
মৃত্যুহীন প্রাণ, আর অবিরত লড়াই
দুটোই আজ সমার্থক অহেতুক বেঁচে থাকাতে।
ভেবেছিলাম একলা একটা ঠিকানা রেখে
অচিন পুরের পাখি হয়ে যাব...
পারলাম আর কই,
'বোকা মায়াজালের' মিথ্যেতেই বন্দি রোজ।
চোখের আজানের স্বপ্ন ফিকে হয় মিথ্যে গন্তব্যে,
জোড়া ভ্রুর আস্ফালন থেমে গেছে মাঝ পথেই,
কবিতা বাঁচতে চায় যে,
রোজ প্রতিনিয়ত রঙমশালের আলোয়;
তবুও সর্পিল স্বাধীনতা কেন টানে জানা নেই...