রক্তপিপাসু
রক্তপিপাসু
যুদ্ধের আবহে ভুগছে মারিওপল
ভুগছে পোলিও - কলেরার যন্ত্রণায়,
ডুবছে মানুষ ক্রমশঃ অন্ধকারে --
চৌদ্দলাখ শরণার্থীই শিশু।
বোমা আর ক্ষেপণাস্ত্রের হুঙ্কারে
আগুনে ঝলসে জমছে মৃতের স্তূপ,
ভগ্নসৌধ -- চূর্ণ অট্টালিকা --
কোথায় ঈশ্বর ! কোথায় প্রভু যিশু।
' অনাক্রমণ চুক্তি '-তে সই করে
পোল্যাণ্ডে নেমেছিল নাৎসী সেনা,
তিরাশি বছর আগের সেই দৃশ্য --
পুনরায় হয়ে উঠেছে রক্তপিপাসু
----------
