Paromita Mukherjee

Abstract Romance

2  

Paromita Mukherjee

Abstract Romance

রেনবো

রেনবো

1 min
241



অভিমান গুলো যদি সাদাকালো হতো

তবে কি তুমি আগুনরঙ্গা সোনা-ঢাকা রাগ কে পাত্তা দিতে?


তখন রাত গুলো ধুসর

কষ্টে ফিকে হয়ে লুটপুটি খেত ডোরম্যাটের সাথে;

আলুনি দিন নিয়ে নাড়াচাড়া করেই কেটে যেত বিস্বাদ পল----


 বর্ণালি আবেগ আমি সাজিয়ে রেখেছি তুলিতে।।




Rate this content
Log in

Similar bengali poem from Abstract