রেনবো
রেনবো
অভিমান গুলো যদি সাদাকালো হতো
তবে কি তুমি আগুনরঙ্গা সোনা-ঢাকা রাগ কে পাত্তা দিতে?
তখন রাত গুলো ধুসর
কষ্টে ফিকে হয়ে লুটপুটি খেত ডোরম্যাটের সাথে;
আলুনি দিন নিয়ে নাড়াচাড়া করেই কেটে যেত বিস্বাদ পল----
বর্ণালি আবেগ আমি সাজিয়ে রেখেছি তুলিতে।।