Avishek Satpathi

Abstract

1  

Avishek Satpathi

Abstract

রাত্রি শেষে আসুক ভোর

রাত্রি শেষে আসুক ভোর

1 min
598


হামাগুড়ি দিয়ে রাতটা ওঠার চেষ্টা করছে

ঝিঁঝিঁর সংকেতবাহী শব্দযানে শেয়ালের আহ্বান

রাত্রি তুমি গরমকালের মতো দীর্ঘতর হও!

বিন্দু বিন্দু রক্ত নিয়ে শিকারী রাত্রি তুমি দীর্ঘজীবি হও!


পা ঘষতে ঘষতে নিস্পৃহ রাতটা ওঠার চেষ্টা করছে

শ্বাস প্রশ্বাস দীর্ঘতর থেকে ক্ষুদ্রতর হওয়ার পথে

তালের শুকনো পাতায় হাওয়ার ধাক্কায় টনক নড়ে

মেঘে কালো নিকষ আঁধারে পাখিরা থম মেরে আছে!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract