রাত্রি শেষে আসুক ভোর
রাত্রি শেষে আসুক ভোর
হামাগুড়ি দিয়ে রাতটা ওঠার চেষ্টা করছে
ঝিঁঝিঁর সংকেতবাহী শব্দযানে শেয়ালের আহ্বান
রাত্রি তুমি গরমকালের মতো দীর্ঘতর হও!
বিন্দু বিন্দু রক্ত নিয়ে শিকারী রাত্রি তুমি দীর্ঘজীবি হও!
পা ঘষতে ঘষতে নিস্পৃহ রাতটা ওঠার চেষ্টা করছে
শ্বাস প্রশ্বাস দীর্ঘতর থেকে ক্ষুদ্রতর হওয়ার পথে
তালের শুকনো পাতায় হাওয়ার ধাক্কায় টনক নড়ে
মেঘে কালো নিকষ আঁধারে পাখিরা থম মেরে আছে!