STORYMIRROR

Mahfujur Rahaman

Abstract Others

3  

Mahfujur Rahaman

Abstract Others

রাতের কবিতা

রাতের কবিতা

1 min
1.2K

রাত্রি এখন অনেক হলো, স্তব্ধ চারিদিক;

শোনা যায় তারই মধ্যে শুধু ঘড়ির টিকটিক।

শহরজুড়ে কবিরা সব হারিয়ে গেছে স্বপ্নের ভীড়ে,

শুধু কবিতাদের চোখে ঘুম নেই এই হিমশীতল রাত্তিরে।

কবিতারা সব মেতে ওঠে হুল্লোড়ে আর খেলায়,

শব্দগুলো গান গায় আর ছন্দরা সব ছন্দ মেলায়।

হাসির কবিতা হাসতে থাকে সারা রাত্তির ধরে,

প্রেমের কবিতা তারা গোনে প্রেমিকার কথা মনে করে।

সব কবিতাই খুঁজতে থাকে নিজেদের পরিচয়,

রাত্রি শেষে এমন সময় হঠাৎ করে হয় সূর্যোদয়।

হঠাৎ করেই কবিতারা সব লুকিয়ে পড়ে বইয়ের ভাঁজে,

আর কিছু কবিতা হারিয়ে যায় কালো রাত্রির মাঝে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract