STORYMIRROR

Nabanita Patra

Romance

3  

Nabanita Patra

Romance

রামধনুর রঙের ছোঁয়া

রামধনুর রঙের ছোঁয়া

1 min
354

বন্ধু, মন হয়েছে আজ আনমনা,

দুস্টুমিতে ভরা, হয়েছে আজ বাঁধন ছাড়া।


তোমার সাথে রং খেলবো বলে,

সাতটি রং নিয়েছি ধার রামধনুর থেকে।


মিশিয়ে তাতে ভালবাসার রং,

রাঙাবো তোমার দেহ, মন, প্রাণ,

ভুলে সব মান-অভিমান।


নীলাভ তোমায় আকাশের নীল রঙ দিয়ে,

ডুবিয়ে পবিত্র প্রেমের জোয়ারে।


হলুদ রঙে ছোঁব তোমার মনের পটভূমি,

ভাসিয়ে কল্পনার তরণী।


লালের আভায় ভরাবো তোমার প্রাণশক্তি,

কমলা রঙে আমার কাম্য তোমার জীবনের উন্নতি।


সবুজের স্পর্শে হবে নতুন জীবনের সূচনা,

বেগুনি রঙের আলিঙ্গনে দেবো তোমার বন্ধুত্বের মর্যাদা।


জানি তোমার অনেক আছে সাথী,

মন চায় তোমার তাদের সাথে মাতি।


আমাকে বন্ধু শুধু একটু সাথে নিও,

রাঙিয়ে তোমার অচেনা অনুভূতি, আমাকে বিদায় দিও।


Rate this content
Log in

Similar bengali poem from Romance