রাখালী
রাখালী


সূর্যাস্ত হতে এখনো কিছুটা সময়ের অবকাশ,
কুয়াশাচ্ছন্ন দূরের গাছপালায় আঁধারের হাতছানি,
সূয্যিমামার রৌদ্রজ্জ্বলভাবটা হচ্ছে ফিকে হতে ফিকে,
অবশিষ্ট আলোর রেশটুকু শুধু সময়ের অপেক্ষা।
রাখালমেয়েটা একাকী হেঁটে চলে পুকুরের আল ধরে,
তীক্ষ্ণ নজর একপাল ছাগেদের চরিয়ে ফেরার পালায়,
এভাবেই কেটে যায় দিন গুজরাণের করুণ ইতিহাস,
বেঁচেবর্তে থাকার রসদ খুঁজতে হারিয়েছে নিজস্বী আকাশ!!