রাই
রাই
পৃথিবীর সমস্ত সুখ তোমার কাছে বন্ধক রেখে,
যখন তোমার কাছে ফিরে যাই।
তুমি দাও তোমার দরজা বন্ধ করে।
আমি উপেক্ষিত হয়ে ঘুরে বেড়াই পথে পথে।
শুধুই তোমার ফিরে আসার অপেক্ষাতে রাই।
ফিরে আসবে তো এই শুন্য বুকে?
আবার এই প্রেমিক এর বাহু বন্ধনে আবদ্ধ হয়ে,
তার কাঁধে মাথা রেখে
শহরের কোনো এক উঁচু জায়গায় বসে
হাতের আঙুলের ফাঁকে আঙুল দিয়ে
আকাশের তারা গুনবে একটি একটি করে।
আমি তোমার কোমল স্নিগ্ধ খোলা কেশ এ হাত বুলিয়ে দেব,
যখন মাথা রাখবে আমার কাঁধে।
তুমি আদরে আবেশে আমায় বুকে টেনে নেবে তো রাই?