শেষ যবনিকা শারদ সংখ্যা
শেষ যবনিকা শারদ সংখ্যা


চিন্তা মুক্ত হয়নি চিত্ত।
মুক্তির গান কখনও গাইনি।।
তোমার পরশে যে সুখ মিলেছে।
সে সুখ চিরস্থায়ি হয়নি।।
ভালবাসা ক্ষণস্থায়ী জেনেও।
প্রতিশ্রুতি করতে ভুলিনি।।
শেষে তুমি অন্যের হলে।
প্রতিশ্রুতি রাখতে পারিনি।।
শুধু তোমাকে আর একবার ছোঁব।
কাছে এসে শেষবার ধরা দাও।।
শুধু পেতে চাই অমৃতের আস্বাদ।
সকল দীনতা মুছে হব ইতিহাস।।
অধির আগ্রহে তোমার পথচেয়ে।
সন্ধ্যা নেমেছে এ জীবনে।।
ভালবাসার বেদনার লাগি।
এ জীবনে শিঘ্র রাত্রি আসিবে জানি।।