STORYMIRROR

Subhendu Kanthua

Romance Others

3  

Subhendu Kanthua

Romance Others

ভোরের স্বপ্ন

ভোরের স্বপ্ন

1 min
391


একবার ডাকো মোরে।

চেনা সে নামটি ধরে।

স্বপ্নে যাবো তোমার।

কবিতা বলবো কানে কানে।

 

বসবো তোমার হৃদয় মণিকোঠায়।

জায়গা রেখো আমার জন্য সেথায়।

স্বপ্নে যদি যাই সেথায়?

বসাবে কি হৃদয় মণিকোঠায়?

না না সিংহাসান চাইনা আমার।

তোমার হৃদয় তো মন্দির আমার।

 

আমার হৃদয় মণিকোঠায়,

যতনে সাজাবো তোমায়।

নিজে হাতে বাঁধবো তোমার চুল,

খোঁপায় দেবো রক্তকরবী ফুল।

 



Rate this content
Log in

Similar bengali poem from Romance