ভোরের স্বপ্ন
ভোরের স্বপ্ন


একবার ডাকো মোরে।
চেনা সে নামটি ধরে।
স্বপ্নে যাবো তোমার।
কবিতা বলবো কানে কানে।
বসবো তোমার হৃদয় মণিকোঠায়।
জায়গা রেখো আমার জন্য সেথায়।
স্বপ্নে যদি যাই সেথায়?
বসাবে কি হৃদয় মণিকোঠায়?
না না সিংহাসান চাইনা আমার।
তোমার হৃদয় তো মন্দির আমার।
আমার হৃদয় মণিকোঠায়,
যতনে সাজাবো তোমায়।
নিজে হাতে বাঁধবো তোমার চুল,
খোঁপায় দেবো রক্তকরবী ফুল।