STORYMIRROR

Subhendu Kanthua

Classics

3  

Subhendu Kanthua

Classics

প্রশ্নাবলী

প্রশ্নাবলী

1 min
678

ধরো, আমি নষ্ট হয়ে গেছি।

চোর, খুনি বা অন্যকিছু।।

এমনি সময়ে তোমাকে,

প্রেমের নিবেদন।

তুমি কি প্রত্যাখ্যান করবে?

নাকি করবে গ্রহন?


ধরো, আমি হারিয়ে গেছি।

দূরে কোথাও, তোমার কাছ থেকে।।

এমনি সময়ে তোমাকে,

নতুন প্রেমের নিবেদন।

তুমি কি প্রত্যাখ্যান করবে?

নাকি করবে গ্রহন?


ধরো, সামাজিক নিয়ম লঙ্ঘন করে।

বিয়ে করলাম দুজন দুজনকে।।

এমনি সময়ে তোমাকে,

বাড়ির লোক ফিরিয়ে নিয়ে যেতে চাইলো।

তুমি কি আমার হাত ছেড়ে চলে যাবে?

নাকি আজীবনের সঙ্গী হবে?


ধরো, আমাদের বিয়ের অনেকদিন পর।

অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলাম।।

এমনি সময়ে তোমাকে,

তোমার কোনও ভুল দেখে, খুব বকলাম।

তুমি কি আমাকে ভুল বুঝবে?

নাকি নিজের ভুল বুঝতে পেরে,

আমাকে ক্ষমা করবে?


ধরো, যৌবন পেরিয়ে গেছে আমাদের।

কোনও এক শ্রাবণ এর বিকেল, মেঘলা আকাশ।।

এমনি সময় তোমাকে,

আবার প্রেমের নিবেদন।

তুমি কি আদিখ্যেতা বলে উড়িয়ে দেবে?

নাকি আমাকে আদরে আবেশে জড়িয়ে ধরবে?


Rate this content
Log in

Similar bengali poem from Classics